নিজস্ব প্রতিনিধি : পৃথিভীতে মানুষ জাতীর যুব সমাজ কিছু চায়লে সম্ভব। এবং খোব সহজে সম্ভব যুবকদের প্রচেষ্টায় দোহারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান মানুষের মাঝে ইফতার বিতরণ করে ঢাকার দোহার উপজেলার কাঠালীঘাটা এলাকার বেশ কিছু যুবক।
জানা যায়, দোহারের বিভিন্নস্থানে প্রায় পাঁচ শত পথচারী, দিনমজুর, অসহায়, ভ্রাম্যমান মানুষ, ইজিবাইক ও রিক্সা চালকদের মাঝে পবিত্র রমজানের ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে কাঠালীঘাটা এলাকার যুব সমাজের উদ্যোগে বেশকিছু যুবকদের অর্থায়নে জয়পাড়া, লটাখোলা, পালামগঞ্জ ও বান্দুরা বাজারে ট্রাক যোগে ইফতার বিতরণ করা হয়।
সহ-যোহগিতা করেন, আল-আমিন , সজিব,ফরিদ ,জাকির ,রেজু , মাসুদ ,শান্ত, রাব্বি, সাফাতুল আজাদ সৌরভ , ওয়াহিদ, আবেদ ।